place Current Pin : 822114
Loading...


অভিনব সিঁদুরদান দেখে বিজ্ঞানের সাধারণ যুক্তি ভোলার যোগাড়! ট্রোলিংয়ের বন্যা নেট দুনিয়ায়

location_on Mumbai access_time 03-Nov-21, 04:29 PM

👁 101 | toll 62



1 -4.0 star
Public

বঙ্গভূমি লাইভ ডেস্ক: আপনি কি হিন্দি ধারাবাহিক দেখতে ভালোবাসেন? তাহলে নিশ্চই জানেন, এই ধরনের ধারাবাহিক দেখার অলিখিত শর্তই হল, যুক্তি বুদ্ধি শিকেয় তুলে রাখতে হবে। কারণ, বেশিরভাগ সময়ই ডেইলি সোপগুলিতে এমন জিনিস দেখানো হয়, সাধারণ যুক্তি বুদ্ধিতে যার ব্যখ্যা মেলে না। যেমন ধরুন, রান্নাঘরের সিঙ্কে সাবান-জল দিয়ে দিব্যি ল্যাপটপ ধুয়ে দেওয়া যায়। কিংবা ধরুন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছেন স্ত্রী, তাঁকে ধরতেই হবে স্বামীকে। শুধু সেই কারণেই এক আলোকবর্ষ ধরে পড়েই যাচ্ছেন স্ত্রী, যতক্ষণ না স্বামী এসে তাঁকে ধরেন! সম্প্রতি একটি ধারাবাহিকে দেখানো হয়েছে এমনই এক অভিনব সিঁদুরদান, যা দেখে পদার্থবিদ্যার নিয়মনীতি ভুলে যেতে বসেছেন বিজ্ঞানমনস্ক মানুষজন। কালার্স টিভির 'থাপকি পেয়ার কি' ধারাবাহিকে দেখানো হয়েছে এই আশ্চর্য সিঁদুরদান, যেখানে একটি দৃশ্যে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পরতে উদ্যত থাপকি(জিজ্ঞাসা সিং)। ঠিক সেই সময় মেঝেতে পিছলে নক্ষত্রসম দূরত্ব পেরিয়ে এসে থাপকিকে আটকে এক চিমটি সিঁদুর আঙুলে তুলে তার সিঁথিতে লেপে দেয় আকাশ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই দৃশ্য। ইতিমধ্যেই সেই দৃশ্য দেখে ফেলেছেন ২০ লক্ষেরও বেশি মানুষ। সেই নিয়ে তৈরি হয়েছে একগুচ্ছ মিম। মজা করে সেখানে মন্তব্য করেছেন অনেকে। কেউ সরাসরি ইশ্বরকে স্মরণ করেছেন, কেউ আবার পাওলো কোয়েলহোর বইয়ের প্রসঙ্গ টেনে ব্যাঙ্গাত্মক মন্তব্য করেছেন।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play