বলিউডের তারকাদের মধ্যে বেশিরভাগই অত্যন্ত স্বাস্থ্য সচেতন। ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে ক্যালোরি মেপে খাওয়া দাওয়া করেন প্রত্যেকেই। জাঙ্ক ফুড খেলেও তা নামী দামী রেস্তোরাঁয়, যেখানে ভক্তদের ঘিরে ধরার ভয় নেই। আর জনসমক্ষে স্ট্রিট ফুড চেখে দেখা? নৈব নৈব চ!
কিন্তু সেই প্রায়-অসম্ভব কাজই এবার করে দেখালেন কার্তিক আরিয়ান। তারকসুলভ হাবভাব দূরে সরিয়ে রাস্তায় দাঁড়িয়ে খাবার খেলেন, তাও আবার ফুটপাথের দোকান থেকে। শুধু তাই নয়, বসার জায়গার অভাবে রাস্তার উপর দাঁড় করানো নিজের বহুমূল্য ল্যাম্বরগিনির বনেটের উপর কাগজ পেতে প্লেট রেখে এক্কেবারে আমজনতার মতোই চেটেপুটে খেলেন চাউমিন। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? পাপারাজ্জিদের ক্যামেরায় মুহূর্তের মধ্যেই ফ্রেমবন্দি হয়ে গেলেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় কার্তিক নিজেই শেয়ার করেছেন সেই ছবি। মুম্বইয়ের জুহুতে রাস্তার ধারের একেবারে ছিমছাম স্ন্যাক্স কর্নার, তার সামনেই দাঁড় করানো অভিনেতার কালো রঙের ঝাঁ চকচকে ল্যাম্বরগিনি। আর সেই গাড়ির বনেটের উপরেই চাউমিনের প্লেট রেখে খাবারে মনোনিবেশ করেছেন কার্তিক। হলুদ রঙা জামার উপর নীল ডেনিম জ্যাকেটে অভিনেতার লুকও একেবারেই আমজনতার মতোই।
মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে অভিনেতার সেই ছবি। ইতিমধ্যেই সেই ছবি পছন্দ করেছেন প্রায় সাড়ে ৭ লক্ষ মানুষ। তারকাসুলভ আচরণ ঝেড়ে ফেলে অভিনেতার এমন 'ডাউন-টু-আর্থ' ইমেজের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।