place Current Pin : 822114
Loading...


লিপ লকের দৃশ্যে কাজ না করার প্রতিশ্রুতি! জানুন কিং খানের অনেক অজানা তথ্য

location_on Mumbai access_time 02-Nov-21, 02:19 PM

👁 105 | toll 35



1 -4.0 star
Public

৫৫টি বসন্ত পেরিয়ে ৫৬-য় পা দিলেন রোম্যান্স কিং। এই দিনটা অনেক মানুষের কাছে খুব স্পেশাল কারণ আজ সকলের প্রিয় তারকা "বাদশাহ্" -এর জন্মদিন। রাহুল,রাজ থেকে শুরু করে বাহাদুর গুড্ডু ,হিরো সকল চরিত্রই রুপোলি পর্দায় সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন। অভিনয়ের পাশাপাশি তাঁর মিষ্টি হাসির প্রতি মুগ্ধ আট থেকে আশি সকলেই। তবে এমন বেশ কিছু তথ্য রয়েছে যা শাহরুখ ভক্তদের জন্য এখনও অজানা।এরকমই কিছু তথ্য জেনে নিন-- শাহরুখ খানের দিদিমা প্রথমে আব্দুল রেহমান নামকরণ করেছিলেন। কিন্তু,তাঁর বাবা তাঁর নাম পরিবর্তন করে "শাহরুখ খান" নামকরন করেন। তাঁর জীবনে প্রথম পারিশ্রমিক ছিল ৫০ টাকা, কিন্তু বর্তমানে তাঁর পারিশ্রমিক ৪০-৪৫ কোটি টাকা। বেশিরভাগই তাঁর সিনেমায়,শাহরুখ খান রাহুল এবং রাজ নামের চরিত্রে অভিনয় করেছেন। এখন পর্যন্ত তিনি ৮০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং ১৪ টি ফিল্ম ফেয়ার পুরস্কার এবং অনেক বিশেষ পুরস্কারে বিজয় লাভ করেছেন। এস.আর.কে প্রতিশ্রুতি করেছিলেন যে লিপ-লক দৃশ্যে অভিনয় করবেন না। ২০১২ সালে তিনি 'যব তক হ্যায় জান' সিনেমায় তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন। তাঁর ঘোড়ায় চড়ায় আতঙ্ক আছে। এছাড়াও,তিনি কখনই আইসক্রিম এবং মাখন দিয়ে তৈরি খাবার পছন্দ করেন না। @⁨MEanusmita⁩ di ebar dekho




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play