place Current Pin : 822114
Loading...


৪৮- এ পা দিলেন বলিউডের ঐশ্বর্য! এখনও চিরসবুজ

location_on Mumbai access_time 01-Nov-21, 05:31 PM

👁 144 | toll 73



1 -4.0 star
Public

৪৭টি বসন্ত পেরিয়ে এবার ৪৮ এ পা দিলেন বলিউড কুইন অ্যাশ। তাঁর অভিনয় দক্ষতা প্রশ্নাতীত। তবে জানেন কি এমন কিছু ছবির প্রস্তাব তিনি ফিরিয়ে দেন যা পব়ে সুপারহিট হয়? এই অভিনেত্রীর দ্বারা প্রত্যাখ্যাত বেশ কিছু সিনেমা পরবর্তীতে পৌঁছে যায় জাতীয় স্তরের দোরগোড়ায়। সেই তালিকার প্রথমেই রয়েছে ১৯৯৮ সালে করণ জোহর পরিচালিত 'কুছ কুছ হোতা হ্যায়' । এই সিনেমায় 'টিনা' র চরিত্রে প্রথমে পর্দায় দেখতে পাওয়ার কথা ছিল ঐশ্বর্য্য কে। তবে সেই সময় অন্য একটি তামিল মুভিতে ব্যাস্ত থাকার দরুন সেই প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। তারপরই সেই ছবিতে কাস্ট হিসেবে দেখা যায় রানি মুখোপাধ্যায়কে। ঠিক তার পরেই ২০০৩ সালে আজিজ মির্জা পরিচালিত ' চলতে চলতে' ছবিতেও ঘটে একই ঘটনা । এই ছবির শুটিং শুরু করে দিয়েছিলেন ঐশ্বর্য্য। তবে সলমন খান সিনেমার সেটে বারবার অভিনেতার সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন। তারপরই নায়িকার চরিত্র ছেড়ে বেরিয়ে আসেন অভিনেত্রী। ২০০৪ এ মুক্তিপ্রাপ্ত একটি অন্যতম হিট মুভি ' ভীর জারা' তে মুখ্য চরিত্রে অভিনয়েরও সুযোগ পেয়েছিলেন অ্যাশ। তবে কিছু অজানা কারণবশত সেই প্রস্তাব ও ফিরিয়ে দেন তিনি। এরপরই ২০০৮ এ তরুণ মানসুখানি পরিচালিত ' দোস্তানা' ছবিতেও পরিচালকের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বর্য্য। তবে এই ছবিটি দুটি ছেলের গল্পকে ঘিরে আবর্তিত হওয়ায় সেই কাজ রিজেক্ট করেন তিনি। ২০০১ এর অন্যতম ফ্যামিলি ড্রামা ' কভি খুশি কভি গম' এর 'অঞ্জলী' র চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ঐশ্বর্যকেই নির্বাচন করা হয়েছিল। তবে তারিখ সংক্রান্ত কিছু কারনবসত তিনি শেষ পর্যন্ত চরিত্রটি করতে নাকোচ করেন।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play