পর্দায় তাঁকে দেখা যায় একেবারে সাবেকি লুকে। আটপৌরে শাড়ি, মাঝখানে সিঁথি কাটা চুল, চোখে হালকা কাজ'কৃষ্ণকলি' শ্যামাকে দেখে অভ্যস্ত ছোটপর্দার দর্শকরা। তবে রিল লাইফের শান্তশিষ্ট কৃষ্ণকলি তিয়াসা রায় যে বাস্তবে অন্যরকম, তার প্রমাণ আগেও পেয়েছেন দর্শকরা। এবার সেই তিয়াসাকে দেখা গেল একেবারে অন্য লুকে।
ইনস্টাগ্রামে প্রায়ই রিল ভিডিও শেয়ার করেন টলি অভিনেত্রীরা। ব্যতিক্রম নন তিয়াসাও। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি রইল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যা দেখে মুগ্ধ অনুরাগীরা। লাল ওয়ানপিস ড্রেস, সঙ্গে মানানসই রোদচশমা। লাইল্যাক রঙের জুতোয় 'আপনা হর দিন অ্যায়সে জিও' গানে মনের খুশিতে নাচতে দেখা গেল তিয়াসাকে।
সাজগোজ করতে বরাবরই ভালোবাসেন পর্দার কৃষ্ণকলি। বেড়াতেও ভালোবাসেন অভিনেত্রী। 'মডার্ন' লুকে আগেও নিজের ছবি শেয়ার করেছেন তিয়াসা। তবে এবারের রিল ভিডিও দেখে ভক্তরা একেবারে স্পিকটি নট। স্বাভাবিকভাবেই প্রশংসায় ভরেছে অভিনেত্রীর পোস্ট।