place Current Pin : 822114
Loading...


রাতারাতি জাতীয় 'ক্রাশ' হয়ে উঠেছেন যে ৫ জন নায়িকা

location_on Mumbai access_time 30-Oct-21, 03:14 PM

👁 99 | toll 47



1 2.0 star
Public

ইন্টারনেটের দৌলতে 'ভাইরাল' শব্দটি আমাদের কাছে আর অপরিচিত নয় একেবারেই। সামান্য নাচের ভিডিও, পরিচিত গানে ঠোঁট মেলানো, কিংবা অন্য কোনও 'এক্স-ফ্যাক্টর', এক মুহূর্তে কাউকে তারকা বানিয়ে দেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে ইন্টারনেটের। আজ জানব তেমনই ৫ জন তারকার কথা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাতারাতি খ্যাতির শীর্ষে উঠে এসেছেন যাঁরা। ১. স্মৃতি মান্ধানা: ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই সদস্য একটি ম্যাচে ভারতের দ্রুততম অর্ধশত রান করার পর 'সেনসেশন' হয়ে উঠেছেন সঙ্গে সঙ্গেই। উজ্জ্বল হাসি, আর প্রতিভা দিয়ে স্মৃতি মন জিতেছেন আট থেকে আশির। ২. প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার: অরু আদার লাভ নামক একটি ছবির দৃশ্যে প্রিয়ার চোখ মারার দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল ইন্টারনেটে। রাতারাতি 'জাতীয় ক্রাশ' এ পরিণত হন প্রিয়া। ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা ছাড়িয়ে যায় ১০ লক্ষ। ৩. সাইমা হুসেন মির: ভক্তদের সঙ্গে বলিউড বাদশা শাহরুখ খানের একটি সেলফি কিছু বছর আগেই ভাইরাল হয়েছিল ইন্টারনেটে, যে ছবিতে একাই সমস্ত নজর নিজের দিকে টেনে নিয়েছিলেন সাইমা নামের এক তরুণী। ভাইরাল হয়ে যাওয়া ঐ সেলফির পর অজস্র বিবাহ প্রস্তাব পেয়েছিলেন সাইমা। ৪. মানুষী চিল্লার: ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জয় করে প্রথম লাইমলাইটে আসেন মানুষী। পেশায় চিকিৎসক মানুষী হলেন 'বিউটি উইথ ব্রেন' এর আদশ উদাহরণ। ৫. দিশা পাটানি: ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে ধোনির প্রথম প্রেমিকার চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন দিশা। কেরিয়ারগ্রাফ দুর্দান্ত না হলেও ভক্তের সংখ্যায় দিশা টেক্কা দেবেন প্রথম সারির বলিউড অভিনেত্রীদেরও।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play