place Current Pin : 822114
Loading...


সত্যি নাকি অলৌকিক! কেবিসি'র মঞ্চে রোমাঞ্চকর ঘটনা শেয়ার করলে রাজকুমার রাও

location_on Mumbai access_time 30-Oct-21, 02:14 PM

👁 121 | toll 65



1 -4.0 star
Public

সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'এর মঞ্চে হাজির হয়েছিলেন রাজকুমার রাও এবং কৃতি স্যানন। আসন্ন ছবি 'হাম দো, হামারে দো'এর প্রমোশনের জন্য কেবিসি'র মঞ্চে দেখা গেল এই অনস্ক্রিন জুটিকে। সেখানে এসেই এমন ঘটনা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রাজকুমার, যাতে তাজ্জব হয়ে যান শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনও। রাজকুমার জানান, তাঁর মা বিগ-বি'র একজন ফ্যান ছিলেন। তবে যেমন তেমন ফ্যান নয়, সিনিয়র বচ্চনের এতটাই ভক্ত ছিলেন রাজকুমারের মা, যে, বিয়ে হয়ে গুরগাঁও চলে যাওয়ার সময় একটাই জিনিস সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তিনি-অমিতাভ বচ্চনের একটি পোস্টার। সেই পোস্টারটি তিনি তাঁর স্বামী, মানে রাজকুমারের বাবার বেডরুমের দেওয়ালে সেঁটে দেন। 'এতে বাবা বেশ নিরাপত্তাহীনতায় ভুগতেন। তিনি মা'কে জিজ্ঞেস করতেন মা বিয়েটা আসলে কাকে করেছেন, তাঁকে না অমিতাভকে,' জানিয়েছেন রাজকুমার। এই শুনে হেসে ফেলেন বিগ-বি সহ সেটের সকলে। এরপর আরও একটি আশ্চর্য ঘটনা শেয়ার করেন রাজকুমার। ২০১৬ সালে নিউটন ছবির শুটিং চলাকালীন রাজকুমার খবর পান, প্রয়াত হয়েছেন তাঁর মা। তাঁর বরাবরের ইচ্ছা ছিল বিগ বি'র সঙ্গে দেখা করার, কিন্তু কখনওই মুম্বাই আসার সুযোগ হয়নি তাঁর। মায়ের ইচ্ছাপূরণ করতে ব্যর্থ হওয়ায় অপরাধবোধে ভুগছিলেন রাজকুমার। তাই মায়ের মৃত্যুর রাতেই সরাসরি অমিতাভের কাছে একটি আবদার করে বসেন 'নিউটন' অভিনেতা। তিনি অমিতাভকে বলেন, সম্ভব হলে নিজের একটি ছোট্ট ভিডিও রেকর্ড করে পাঠাতে। সেই ভিডিও আর কেউ দেখবে না, শুধুই মায়ের ছবির সামনে সেই ভিডিও চালিয়ে প্রয়াত মা'য়ের সঙ্গে অমিতাভের এভাবেই দেখা করিয়ে দেবেন বলে ভেবেছিলেন রাজকুমার। কেবিসির মঞ্চ সকলের সামনে রাজকুমার জানান, তাঁর অনুরোধ রক্ষা করেছিলেন অমিতাভ বচ্চন। মায়ের ছবির সামনে অমিতাভের রেকর্ড করা সেই ভিডিও চালিয়েও রেখেছিলেন রাজকুমার। কিন্তু পরে তিনি খেয়াল করেন, মাকে দেখানোর পর পেনড্রাইভ থেকে পুরোপুরি গায়েব হয়ে গেছে সেই ভিডিও। কীভাবে ডিলিট হয়ে গেল সেই ভিডিও, তা আর জানা যায়নি। তবে এই ঘটনা জানিয়ে সিনিয়র বচ্চনকে ধন্যবাদ দিয়েছেন রাজকুমার। 'আমার মনে হয়, এটা শুধু তাঁর আর আপনার মধ্যেকার ব্যাপার,' জানিয়েছেন অভিনেতা। ২৯ অক্টোবর ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে হাম দো, হামারে দো। ছবিটিতে রাজকুমার এবং কৃতি ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল এবং রত্না পাঠক শাহ।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play