বলিউড সিনেমার অন্যতম আকর্ষণ হলো দেশ বিদেশের দুর্দান্ত সব জায়গার ছবি দেখতে পাওয়া। বক্স অফিসে ছবি হিট হওয়ার পিছনেও বহু ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে ছবির শুটিং স্পটের। দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি জায়গার নাম, বলিউডের কিছু সিনেমা দেখলে যেখানে যেতে আপনার মন চাইবেই চাইবে।
১. সুইজারল্যান্ড: দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে ছবিতে রাজ সিমরণের ইউরোপ ভ্রমণ দেখেছেন যারা, সুইজারল্যান্ডের আল্পসে যাওয়ার বাসনা তাঁদের তীব্র হয়েছে ততই।
২. গোয়া: জীবনে একবার অন্তত গোয়া যাওয়ার পরিকল্পনা করেননি, এমন বাঙালি পাওয়া দুষ্কর। দিল চাহতা হ্যায় ছবিতে গোয়ার প্রেক্ষাপটে তিন বন্ধুর বন্ধুত্বের গল্প সেই ইচ্ছা আরও বাড়িয়ে তুলতে বাধ্য।
৩. চেক রিপাবলিক: ইউরোপের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হলো চেক রিপাবলিক। ইমতিয়াজ আলির রকস্টার ছবির শুটিং হয়েছিল চেক রিপাবলিকে। রকস্টার মুক্তি পাওয়ার পর সেইসব শুটিং স্পট ঘুরে দেখার ইচ্ছা থেকে বহু মানুষ প্রাগে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
৪. স্পেন: জোয়া আখতারের জিন্দেগী না মিলেগি দোবারা ছবিতে স্প্যানিশ উৎসব লা টোম্যাটিনা দেখে অন্তত একবারও স্পেন যেতে চাননি, এমন কেউ কি সত্যিই আছেন?
৫. আইসল্যান্ড: বুলগেরিয়া এবং রোমানিয়ার কিছু অসম্ভব চিত্তাকর্ষক অঞ্চলে শুটিং হয়েছিল দিলওয়ালে ছবির। তবে ছবিতে সবচেয়ে বেশি নজর কেড়েছিল দক্ষিণ আইসল্যান্ডের কালো বালির সমুদ্রসৈকত। 'গেরুয়া' গানটি চিত্রায়িত হয়েছিল এই সৈকতে। ইউরোপ ভ্রমণে আগ্রহী যাঁরা, তাঁদের উইসলিস্টে অবশ্যই ঠাঁই পাবে আইসল্যান্ড।
৬. লে-লাদাখ: থ্রি ইডিয়টস এবং জব তক হ্যায় জানের মতো ছবির শুটিং হয়েছিল লাদাখে। ঘন নীল প্যাংগং হ্রদ স্ক্রিনে একবার দেখলে নিশ্চিতভাবেই বলা যায়, আপনার ভ্রমণপিয়াসী মনে জায়গা করেই নেবে লে-লাদাখ।