অভিনেতার পর এবার সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ বলিউড স্টার রণবীর সিং। ছোটপর্দায় কালার্স চ্যানেলে 'দ্য বিগ পিকচার' নামক কুইজ শো-তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতাকে। বিগ পিকচারের মঞ্চে সম্প্রতি অতিথি হিসাবে হাজির হয়েছিলেন সারা আলি খান এবং জাহ্নবী কাপুর। আর সেখানেই জাহ্নবীর থেকে বলি ডান্সের পাঠ নিলেন রণবীর।
শ্রীদেবী-কন্যার বেলি ডান্সের ভিডিও এমনিতেই তুমুল জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। গত বছর কোভিডের কারণে হওয়া লকডাউনকে কাজে লাগিয়ে বেলি ডান্স শিখেছিলেন জাহ্নবী। সেই বেলি ডান্সের জন্যই এবার রণবীরের শিক্ষিকার ভূমিকায় দেখা গেল জাহ্নবীকে।
বিগ পিকচারের একটি এপিসোডের প্রোমো সম্প্রতি মুক্তি পেয়েছে কালার্স চ্যানেলে। সেই প্রোমোতেই দেখা যাচ্ছে, শোয়ের সঞ্চালক রণবীরকে জাহ্নবী জানাচ্ছেন, লকডাউনের সময় কিছু করার ছিল না তাঁর। তাই বাড়িতে বসেই সেই সময় বেলি ডান্স শিখে ফেলেছিলেন তিনি। এরপরেই রণবীর জাহ্নবীকে অনুরোধ করেন তাঁকে বেলি ডান্স শেখাতে। সেই অনুরোধে সানন্দে রাজি হন জাহ্নবী। মঞ্চেই দিব্যি রণবীরকে এই বিশেষ ডান্স ফর্মের কিছু স্টেপ শিখিয়ে দেন জাহ্নবী। তাঁদের সঙ্গে পা মেলাতে দেখা যায় সারাকেও।