place Current Pin : 822114
Loading...


হিরোপন্তি ২- এর পর আবার শুরু গণপত- এর শুটিং। এয়ারপোর্টে টাইগার শ্রফকে ঘিরে ভিড়

location_on Mumbai access_time 24-Oct-21, 01:26 PM

👁 127 | toll 68



1 -4.0 star
Public

শেষ ছবি হিরোপন্তি-২। শুটিং সেরে লন্ডন থেকে কিছুদিন আগেই মুম্বই ফিরেছিলেন টাইগার শ্রফ। এরই মধ্যে নতুন ছবির জন্য আবারও লন্ডনের উদ্দেশ্যে পাড়ি টাইগারের। শহর ছাড়ার আগে অভিনেতা ধরা পড়লেন পাপারাজ্জিদের ক্যামেরায়। মিডনাইট ব্লু প্যান্ট, সঙ্গে ফুলস্লিভ কালো টি-শার্টে দুর্দান্ত মানিয়েছে অভিনেতাকে। গলায় ঝুলছে ইয়ারফোন। সঙ্গে সাদা জুতো আর স্মার্ট ওয়াচ। পাপরাজ্জিদের অনুরোধে বেশ কিছুক্ষণ ছবি তোলার জন্য সময় দিলেন অভিনেতা। মেটালেন ভক্তদের আবদারও। সেলফি তুললেন ফ্যানদের সঙ্গে। বিকাশ ব্যাহেলের পরিচালনায় গণপত ছবিতে অভিনয় করতে চলেছেন টাইগার। বিপরীতে রয়েছেন কৃতি শ্যানন। শ্যুট শুরু লন্ডনে আগামী ২৭ তারিখ থেকে। ছবিটি ফিউচারিস্টিক থ্রিলারধর্মী। ছবিতে টাইগারের সঙ্গে পর্দায় দেখা যাবে অভিনেতার বাবা জ্যাকি শ্রফকেও।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play