নবাব পরিবারের অন্যতম পরিচিত সদস্য এবং কম বয়সেই অভিনয় জগতে পাকাপাকিভাবে স্থান করে নেওয়া এক অভিনেত্রী হলেন সারা আলি খান। ঠাকুমা, পিসি, মা, বাবার পর তিনি একপ্রকার পারিবারিকভাবেই অভিনয়ের পেশাকে এগিয়ে নিয়ে চলেছেন। মাত্র ২৫ বছর বয়সেই সারা যে পরিমাণ সম্পদের অধিকারী তা চমকে দেবে যে কোনও ব্যবসায়ীকেও। তবে এই সম্পূর্ণটাই তিনি অর্জন করেছেন তাঁর মুগ্ধ করা অভিনয় ও বিভিন্ন বিজ্ঞাপন, ব্র্যান্ডের কাজের মাধ্যমেই।
সদ্যই সারা সাদা রঙের মার্সিডিজ জি ওয়াগন কিনেছেন যার দাম প্রায় ১.৩ কোটি টাকা। বিভিন্ন অনুষ্ঠানে সারা ডিজাইনার পোশাক পরতে ভালোবাসেন। ৪০-৫০ হাজারের পোশাকও তিনি পরেছেন। মহার্ঘ ঘড়িও রয়েছে তাঁর সংগ্রহে। ৯ লক্ষ টাকার ঘড়িও নাকি তিনি পরেন। মুম্বইয়ে রয়েছে তাঁর নিজস্ব বাড়ি যার দাম আনুমানিক দেড় কোটি টাকা। বিভিন্ন বিজ্ঞাপন ও সিনেমার মাধ্যমে নায়িকা মাসে আনুমানিক ৫০ লক্ষ টাকা আয় করেন বলেই খবর। এই মুহূর্তে তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৯ কোটি টাকা!
কেদারনাথ ছবির মাধ্যমে বিগ স্ক্রিনে পদার্পণ সারার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট স্টারের সঙ্গে হিট ছবি। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও তিনি বেশ খোলামেলা। আবার সৎ মা করিনা কপূরের সঙ্গেও স্বচ্ছন্দ বেশ তিনি। মাঝখানে নায়ক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নাম জড়িয়েছিল সারার। তবে আবার সেই জট থেকে নিজেকে বের করে নিয়ে দিব্যি জীবনযাপন করছেন এই নায়িকা। জিমে ঘাম ঝরানো বা বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডার মুহূর্ত তিনি পাপারাজ্জির সঙ্গে ভাগ করতেও দ্বিধা করেন না।