লোকজনে ভর্তি বলরুম। হল্টার নেক আশমানি গাউনে নায়িকার চোখে স্পষ্ট ধরা পড়ছে রাগ। তবে সেসবের তোয়াক্কা করছেন না নায়ক। নায়িকার আগুন-চোখকে পাত্তা না দিয়ে নিজের মতোই বলরুম মাতিয়ে নেচে চলেছেন নায়ক। নাচের শেষদিকে অনিচ্ছুক নায়িকাকে একপ্রকার জোর করেই ডান্স ফ্লোরে টেনে আনলেন নায়ক। নাচাতে শুরু করলেন নিজের সঙ্গে। নাচের শেষে বাহুলগ্না নায়িকাকে দুম করে মেঝেতে ফেলে দিলেন নায়ক শাহরুখ খান!
এই পর্যন্ত শুনে নিশ্চই বুঝে গেছেন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবির কথা বলছি। কিংবদন্তি এই সিনেমার মুক্তির ছাব্বিশ বছর পূরণ হলো আজ। ছবির বিখ্যাত গান 'রুক যা ও দিল দিওয়ানে' শেষ হওয়ার পর নায়িকা সিমরণকে ডান্স ফ্লোরে ফেলে দিয়েছিলেন রাজ। আর তারপরেই সিমরণ-রূপী কাজলের চোখে সেই অবাক দৃষ্টির অসম্ভব সাবলীল অভিনয় ভোলার নয়। কিন্তু জানেন কি, গানের শুটিংয়ের সময় কাজল জানতেনই না, দৃশ্যের শেষে শাহরুখ তাকে ফেলে দিতে চলেছেন?
আসলে পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড হলেও পরিচালক যশ চোপড়ার পরামর্শেই কাজলকে সে ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছিল। আসলে এত বড় অভিনেত্রী হলেও যশ চোপড়া চাননি ওই দৃশ্যে কাজল অভিনয় করুন।
সত্যিই যদি গানের শেষে কাজল পড়ে না যেতেন, তাহলে কি সত্যিই তাঁর চোখে মুখে অবাক হওয়ার ওই আসল এক্সপ্রেশন ফুটে উঠত?