place Current Pin : 822114
Loading...


টলিউডের পর এবার বলিউড জয়! বিশাল ভরদ্বাজের ছবিতে আত্মপ্রকাশ শিলাজিতের

location_on Kolkata access_time 19-Oct-21, 05:32 PM

👁 133 | toll 63



1 -4.0 star
Public

গায়কের পর এবার নায়ক। সেটাও কিনা সোজা বলিউডে। আর তা হচ্ছে পরিচালক বিশাল ভরদ্বাজের হাত ধরে। বিখ্যাত পরিচালকের হাত ধরে বলিউডে ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন শিলাজিত মজুমদার। নেটফ্লিক্সের স্পাই থ্রিলার 'খুফিয়া'তে গুপ্তচরের ভূমিকায় পর্দায় দেখা যাবে শিলাজিতকে। দিল্লিতে চলছে এই ওয়েব সিরিজের শুটিং, যার জন্য ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন শিলাজিত, জানা যাচ্ছে এমনটাই। অমর ভূষণের 'এস্কেপ টু নোহোয়্যার' নামক স্পাই থ্রিলার অবলম্বনে সিরিজটি তৈরি করছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। শিলাজিত ছাড়াও সিরিজে অন্যান্য চরিত্রে দেখা যাবে আলি ফয়জল, আশিষ বিদ্যার্থী এবং তাব্বুকে। জানা যাচ্ছে, সোমবার থেকে শুরু হবে শিলাজিতের চরিত্রের শুটিং। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজটির টিজার। ছবির বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করলেও সোশ্যাল মিডিয়ায় নিজের বলিউড অভিযানের ছবি শেয়ার করেছেন শিলাজিত। দমদম বিমানবন্দরের বাইরে দাঁড়ানো নিজের একটি ছবি পোস্ট করেছেন গায়ক। ক্যাপশনে লেখা, 'দিল্লি চলো।' কেমন লাগছে নয়া সফর? উত্তর মিলেছে শিলজিতের পোস্টেই। সেখানে লেখা ,'ফিলিং কুল।'




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play