দশকের পর দশক তিনি ভারতীয় পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন। তাঁর কথা ভেবে নির্ঘুম রাত কাটিয়েছেন কত যুবক, তার ইয়ত্তা নেই! আর শুধু পুরুষই বা কেন, তাঁর রূপ এবং খ্যাতি পাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন কত তরুণী, হিসেব নেই তার। হবে নাই বা কেন, তিনি যে 'ড্রিম গার্ল' হেমা মালিনী।
সুপারস্টার ধর্মেন্দ্রর সঙ্গে হেমার প্রেম কাহিনী কারওর অজানা নয়। তবে জানেন কি, ধর্মেন্দ্রর আগে আরেক সুপারস্টার জিতেন্দ্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হেমা? আসলে বিবাহিত ধর্মেন্দ্রর সঙ্গে হেমা প্রেম ভালো চোখে দেখেননি হেমার মা বাবা। তাঁরা মেয়ের জন্য সুপাত্র হিসাবে নির্বাচন করেন জিতেন্দ্রকে। এদিকে জিতেন্দ্ররও বহুদিন ধরেই পছন্দ হেমাকে। বাবা মা'র মন রাখতে অনিচ্ছুক হলেও জিতেন্দ্রকে বিয়ে করতে রাজি হলেন হেমা। গোপনীয়তা রক্ষায় তাড়াহুড়োর মধ্যে চেন্নাইতে বসল বিয়ের আসর।
কিন্তু ড্রিম গার্লের বিয়ের খবর কি আর চাপা থাকে? কীভাবে যেন ধর্মেন্দ্রর কানে পৌঁছাল সে কথা। জিতেন্দ্রর প্রেমিকা শোভা কাপুরকে সঙ্গে করে মদ্যপ ধর্মেন্দ্র পৌঁছে গেলেন প্রেমিকার বিয়ের আসরে। অনেক অনুনয় বিনয়ের পর হেমার সঙ্গে একান্তে কথা বলার সুযোগ মিলল। দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে মিলল সুফল। টানটান উত্তেজনার পর ভরা বিয়ের আসরে জিতেন্দ্রকে বিয়ে করতে অসম্মত হলেন হেমা। তারপর আর কী, আরও কয়েক বছর প্রেম করার পর ধর্মেন্দ্রর গলাতেই বরমাল্য দিলেন ড্রিম গার্ল।
আজ ৭৩ বছরে পা দিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। বঙ্গভূমি লাইভের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল তাঁর জন্য।