place Current Pin : 822114
Loading...


বারবার ব্যর্থ হচ্ছেন প্রেমে! কী কারণ দায়ী?

location_on Kolkata access_time 03-Jun-21, 11:56 AM

👁 135 | toll 61



1 2.0 star
Public

প্রেমে পড়তে তো আমরা সবাই ভালোবাসি। কিন্তু সেই সম্পর্ক টেকাতে প্রাণ বেরিয়ে যায় আমাদের। সমস্যা ঠিক কোথায়? ১. সঙ্গীকে ঘন ঘন সন্দেহ করলে তিনিও আপনার প্রতি নিরাশ হবেন। আপনি অসময়ে তাকে নানা প্রশ্নবাণে জর্জরিত করলে তিনিও ক্ষিপ্ত হবেন। ২. এই ধরণের ব্যক্তিরা আবেগকে বেশি গুরুত্ব দেন। তাই তারা বাস্তবকে বোঝেন না। সঙ্গীর থেকে বেশি তারা সঙ্গীর টাকাকে ভালোবাসেন। তাই অযাচিত খরচ করতেই থাকেন। ৩. চাহিদাপ্রবণ মানুষদের কেউই একটা সময়ের পর প্রশ্রয় দেবে না। এরা সামর্থ্য না বুঝেই নানা দাবি করতে থাকে। ৪. অন্যের দোষ দেখতেই তারা ব্যস্ত থাকেন। সেই খুঁত নিয়েই সময় পার করে দেন। কিন্তু নিজে কোনো ভুল করলে তা মানতে চান না।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play