বিবাহিত জীবনের ৩০ বছর পূর্ণ করলেন শাহরুখ খান এবং গৌরী। তবে জানেন কি যে একসময় দুজনের সম্পর্কের মধ্যে এতটাই অন্ধকার নেমে আসে যে ডিভোর্সের কথাও নকি ভেবেছিলেন স্ত্রী গৌরী?
এই সমস্যা নাকি হয় শাহরুখ এবং প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ডন ২ ছবির পর। শোনা যায় যে প্রিয়াঙ্কা এবং এসআরকে শুটিং চলাকালীন একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এই সংবাদ নাকি আর গোপন থাকেনি গৌরীর কাছেও। এই গোটা বিষয় নিয়ে গৌরী এতটাই ভেঙে পড়েন যে তিনি শেষে তাঁর সুপারস্টার স্বামীকে ডিভোর্স দেওয়ার কথাও ভেবে বসেন। যদিও কোনওভাবে গৌরীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় একটিমাত্র শর্তে। প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনও ছবিতেই কাজ করতে পারবেন না কিং খান, এই শর্তেই বিচ্ছেদ আটকাতে রাজি হন গৌরী। অপরদিকে স্ত্রীর জেদের কাছে হার মানেন কিং খানও।
এরপর সন্তানদের নিয়ে সুখের সংসার যাপন করছিলেন দুজনেই। তবে সম্প্রতি মাদক মামলায় ছেলে আরিয়ান জড়িয়ে পড়ার পর বিষয়টি তাঁর মা-বাবা দুজনকেই এতটা ভাবিয়ে তুলেছে যে এই বছর তাঁরা আদৌ বিবাহ বার্ষিকী উদযাপন করবেন কিনা তা নিয়ে সংশয়ের জায়গা রয়েছে।