place Current Pin : 822114
Loading...


লাল স্লিভলেস গাউনে যেনো রূপকথার পরী! ফ্যাশন শো কাঁপালেন তারা সুতারিয়া

location_on Mumbai access_time 19-Oct-21, 03:58 PM

👁 122 | toll 64



1 2.0 star
Public

মুম্বইয়ের সেন্ট রেজিস হোটেলে সদ্যই অনুষ্ঠিত হল এই বছরের বোম্বে টাইমস ফ্যাশন উইক। ফ্যাশন উইকের তৃতীয় দিনে ডিজাইনার আসরা(ASRA)র পোশাকে ক্যাটওয়াক করতে দেখা গেল স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ খ্যাত অভিনেত্রী তারা সুতারিয়াকে। আসরার হয়ে সেলিব্রিটি শোস্টপারের ভূমিকায় র‍্যাম্পে হাঁটলেন তারা। ফ্যাশন শোয়ের মঞ্চে লাল গাউনে তারাকে দেখে মনে হচ্ছিল, রূপকথার দেশ থেকে নেমে এসেছেন তিনি। তারার স্লিভলেস গাউনের করসেট স্টাইলের উপরের অংশে ছিল সূক্ষ্ম সুতো এবং বিডেড চেনের কাজ। গাউনের নীচের দিকের ফোলানো অংশ নজর কেড়েছে প্রত্যেকের। মেক আপের বাহুল্য ছিল না তারার সেদিনের সাজে। বরং ন্যুড মেক আপ এবং সফট কার্লওয়ালা খোলা চুলে মোহময়ী হয়ে উঠেছিলেন অভিনেত্রী। উৎসবের মরশুমে কিছুদিন আগেই ডিজাইনার অনিতা ডোঙরের তৈরি অফ হোয়াইট লেহেঙ্গায় দেখা গিয়েছিল তারাকে। ন্যুড মেক আপে সাদা লেহেঙ্গার সঙ্গে যুৎসই সঙ্গত করেছিল শুধুমাত্র রুপোলি ঝুমকো এবং মধ্যমার ছোট্ট আংটি। এথনিক পোশাকের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই অত্যন্ত ছিমছাম সাজে দেখা যায় তারাকে। মিনিমালিস্টিক সাজ এবং এলিগ্যান্সের নয়া সংজ্ঞা তৈরি করেছেন এই বলি তারকা।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play