দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: শীত পড়তে শুরু করেছে রাজ্যজুড়ে। আর শীত মানেই বাংলার হেঁসেলে উঁকিঝুঁকি মারবে গাজর, কপি, পালং শাক ও অন্যান্য সব্জি। হরেক সাজে সজ্জিত হয়ে তা পাতে ওঠার আগে জেনে নিন দরদাম। তবে এবার বাজারদর যা আগুন তাতে এটাই প্রশ্ন যে শীত পড়তেই কি এবার মধ্যবিত্ত বাঙালির হেঁসেলে ভিড় জমাবে সব্জির দল নাকি বাজারেই দম ফুরাবে তাদের?
আমাদের প্রতিনিধি ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুরে সন্ধের বাজারের হালচাল।