place Current Pin : 822114
Loading...


ওসির বদলির প্রস্তাব বিধায়কের! আটকাতে চাইছে গ্রামবাসী

location_on West Bengal access_time 27-Nov-20, 04:52 PM

👁 141 | toll 34



1 2.0 star
Public

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: দাসপুর থানার ওসি সুদীপ ঘোষালকে বদলি করা যাবে না। এমন দাবি তুলেই এলাকায় এলাকায় পোস্টার দেওয়া হয়েছে দাসপুর-১ ব্লকের ‘রাজনগর গ্রামে এবং ওই পোস্টার দিয়েছে গ্রামবাসীরা এই বলে বলে পোস্টারের নীচে লেখা রয়েছে। রাজনগর গ্রামের বাজারসহ বিভিন্ন এলাকায় ওই পোস্টারগুলি দেখার পরই বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত গত রবিবার ২২ নভেম্বর চাঁইপাটে দাসপুর-২ ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেই সভায় দলের জেলা সভাপতি অজিত মাইতি সহ জেলা ও ব্লকের নানান স্তরের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। ওই সভা থেকেই দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা দাসপুর থানার ওসিকে সরিয়ে দেবার আবেদন রেখেছিলেন জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতির কাছে। তিনি মাইকেই বলেন, “দাসপুর থানার বর্তমান ওসি সুদীপ ঘোষাল বিজেপিপন্থী”। বিধায়কের ওসি বদলের মন্তব্যেই কী রাজনগরবাসী ভয় পাচ্ছেন? তাদের ওসি বদল হলে সমস্যা বাড়বে? কারণ রাজনগর এলাকার বাসিন্দা, বাজারের দোকানদার থেকে বিভিন্ন দলের কর্মী সমর্থক সকলেই দাসপুর পুলিশের বর্তমান ওসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে নারাজ। গ্রামবাসীরা তো সাফ জানিয়েই দিলেন এই প্রথম কোনো ওসি গ্রামের মধ্যে নিজে এসে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন, করোনার প্রকোপের মাঝে জীবনকে বাজি রেখে তাঁদের কাছে পৌঁছে গেছেন, বন্যার মতো কঠিন সময়ে জেলা পুলিশ আধিকারিককে নিয়ে এলাকায় ত্রাণ নিয়ে এসেছেন। এমন ওসিকে সরানোর জন্য বিধায়কের মন্তব্যে দলও অস্বস্তিতে। সামনেই নির্বাচন আর তার আগে রাজ্যজুড়ে নিয়ম মেনেই বিভিন্ন পুলিশ আধিকারিকের রদবদল হবে। আর আগামী নির্বাচনেও দাসপুর বিধানসভায় তার প্রভাব কিন্তু ভোটবাক্সে পড়বে বলে অনুমান। অন্যদিকে এই পোস্টার বিরোধিতের চক্রান্তও হতে পারে বলে মনে করছেন এলাকার শাসক দলের নেতাকর্মীরা।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play