দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: শুভেন্দুর ইস্তফার পরের দিনই মেদিনীপুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে যোগ দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।
বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার তৃণমূল সাংসদ মানস ভূঁইয়া, জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। শুভেন্দুর ইস্তফার পরেই অনেকে দলত্যাগ করতে পারে বলে জল্পনা উঠেছে। সেই জল্পনার মাঝে জল মাপতেই এই বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।