সুজিত গৌড়, হুগলি: গতকালকেই মন্ত্রীত্ব ছেড়েছেন তিনি। বিধায়ক পদে অবশ্য রয়েছেন। একাধিক দায়িত্বে থাকা পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপর কী পদক্ষেপ হতে পারে তার সেইদিকে তাকিয়ে রয়েছেন সকলে। যাকে নিয়ে এত কৌতুহল সেই শুভেন্দু অধিকারী কিন্তু সামনাসামনি এখন মুখ খোলেননি। কিন্তু তাঁর অনুগামীরা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন "আমরা দাদার অনুগামী" হিসাবে।
এবার হুগলির কানাইপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দেখা গেলো দাদার অনুগামীদের ব্যানার। কোন্নগর, কানাইপুর সংলগ্ন এলাকায় ব্যানারকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু কৌতুহল। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক সরাসরি দল ছাড়ার কথা ঘোষণা করে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। শুভেন্দু অধিকারী অবশ্য পদ ছেড়েছেন কিন্তু দল ছাড়েননি। কানাইপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার লাগানো হয়েছে একাধিক জায়গায়। কানাইপুর গ্ৰাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব জানিয়েছেন, "উনি আমাদের দলের সাথেই এখনো আছেন। আমরা সকলে চাই উনি সাথে থাকুন। উনি একজন জননেতা। স্বাভাবিকভাবেই তার তো অনুগামী কিছু থাকবেই। আবেগবশত কেউ বা কারা হয়তো লাগিয়েছে"। শুভেন্দু যদি দল থেকে বেড়িয়ে যান এটা দলের বড় ক্ষতি হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। শুভেন্দু অধিকারীর ব্যানার ঘিরে তুমুল চর্চা এখন চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র।