দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুর: দুদিন আগেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান কৈলাশ বিজয়বর্গীয়র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন মেচেদায়। কিছু সময় আগে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ফিরিয়ে দেওয়া এবং মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ায় একই কথা তুলে ধরলেন সদ্য বিজেপিতে আসা তৃণমূল নেতা সিরাজ খান।
সিরাজ বলেন, "যারাই প্রতিবাদ করবে কাজ করবে তাদেরই নিরাপত্তা রক্ষী ফিরিয়ে নেওয়া হবে। উনি সন্মানীয় মানুষ তাই নিরাপত্তারক্ষী নেওয়ার আগেই উনি ফিরিয়ে দিয়েছেন। ওনাকে আবার নেতৃত্ব হিসাবে পাবো কিনা তা ভবিষ্যৎ বলবে। এখন কিছু বলতে পারবো না"।