place Current Pin : 822114
Loading...


পূজার আগে উদ্ধার 3 লক্ষ টাকার বেআইনি আতশবাজি। গ্রেফতার এক ব্যবসায়ী।

location_on South 24 parganas access_time 14-Nov-20, 09:56 PM

👁 240 | toll 99



1 N/A star
Public

পুজোর কয়েক ঘণ্টা আগেই উদ্ধার ৩ লক্ষ টাকার আতশবাজি। গ্রেফতার এক ব্যবসায়ী। ভাঙড়: ভাঙড় থানা থেকে ঢিল ছোড়া দূরে স্টেশনারি দোকানের আড়ালে লুকিয়ে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। শনিবার বিকেলে তাকে ধরা হয় ভাঙড় বাজার থেকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম রণজিৎ সাধুখাঁ। তার বাড়ি ভাঙড়ের কালিকাপুর গ্রামে। তার দোকান থেকে তিন লক্ষেরও বেশি চকলেট বোম, তুবড়ি, রকেট,চরকি, রং মশাল সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার দর তিন থেকে চার লক্ষ টাকা। এদিন ভাঙড়ের প্রতিষ্ঠিত স্টেশনারি দোকানের মালিক রণজিৎ তার দোকানে অন্যান্য মালের আড়ালে বাজি বিক্রি করছিল। অভিযোগ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকেও তাকে একবার সাবধান করা হয়েছিল। তারপরও তিনি চোরাগোপ্তা ভাবে বাজি বিক্রি করছিলেন। খবর পেয়ে ভাঙড় থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে পুলিশ গিয়ে বিপুল পরিমাণ বাজি উদ্ধার করে এবং তাকে হাতেনাতে ধরে। অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় চন্দনেশ্বরের রাজাপুর এলাকা থেকে ভাঙড় থানার পুলিশ বিজয় মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চকলেট বোম, তুবড়ি, রং মশাল সহ বিভিন্ন ধরনের বাজি উদ্ধার করে। তিনি তার বাড়ি থেকেই নিষিদ্ধ শব্দবাজি বিক্রি করছিলেন।খবর পেয়ে পুলিশ গিয়ে তার বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান। উদ্ধার করা হয় প্রচুর পরিমাণে বাজি। তার খোঁজ করছে পুলিশ।



Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play