হরি ঘোষ, দুর্গাপুর: বাংলায় মদ শিল্প ও চপ শিল্প চায় না তারা। দুর্গাপুরে শিল্প নেই। যা শিল্প ছিলো ৩৪ বছরে বাম রাজত্বে পর বন্ধ হয়েছে এবং তার পর ১০ বছর তৃণমূলের কাটমানি, তোলা বাজি ও সিন্ডিকেটর দৌরাত্মে মালিক পক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে, এমনই অভিযোগ দুর্গাপুরের বিজেপি সমর্থকদের। প্রতিবাদে দুর্গাপুর ৩নং মন্ডল যুব মোর্চার উদ্যোগে রবিবার চপ ভেজে ও ২০ টাকার পাউচ মদ ফেলে বেকারদের স্বার্থে এগিয়ে এলো বিজেপি। দুর্গাপুরের বি ওয়ান মোড় সকাল ১১ টায় থেকে বিজেপি কর্মীরা প্রতীকী বিক্ষোভ দেখান।