place Current Pin : 822114
Loading...


রহিমের কাঁধে রামের দেহ! গ্রাম "দেশের মহান"

location_on West Bengal access_time 29-Nov-20, 01:31 PM

👁 113 | toll 48



1 3.7 star
Public

হরি ঘোষ, জামুড়িয়া: গ্রামের নাম "দেশের মহান"। এই নাম যে সার্থক তা আবারও প্রমাণ হলো রবিবার। ২৩০ টি পরিবারের মধ্যে ১ টি পরিবার এখানে হিন্দু। বাকিরা মুসলিম। গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের বিপদে পাশে দাঁড়ালেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রতিবেশীরা। গতকাল বার্ধক্যজনিতকারণে রামধনু মানক এক ব্যক্তি অসুস্থ বোধ করলে তাকে সুচিকিৎসার জন্য দুর্গাপুরের একাধিক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান গ্রামের মানুষজন। অবশেষে রানিগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে বিকেল চারটে নাগাদ তিনি মারা যান।সহায় সম্বলহীন বৃদ্ধ রামধনু রজকের মৃত্যুর পর সৎকারের দায়িত্ব নিলেন গ্রামবাসীরা। দেহ কাঁধে শ্মশানের পথে পা বাড়ালেন প্রতিবেশী মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজন। হিন্দু রীতি মেনে হলো সৎকারের কাজ। শুধু পারলৌকিক ক্রিয়াকর্ম নয়, অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া থেকে সেবা-শুশ্রূষা সব করেছেন এই মুসলিম সম্প্রদায়ভুক্ত প্রতিবেশীরাই। জামুড়িয়ার শেষপ্রান্তে অজয় নদের তীরের একফালি গ্রামের মানুষজন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করে বুঝিয়ে দিলেন, "দেশের মহান" প্রকৃতই মহান। এখানে রহিমরা কাঁধে তুলে নিলেন রামের দেহ।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play