হরি ঘোষ, জামুড়িয়া: এলাকায় রয়েছে তীব্র জল সংকট। তাই পানীয় জলের দাবিতে পুনর্বাসন প্রকল্পে জলের পাইপলাইনের কাজ বন্ধ করে দিল জামুড়িয়া থানার অন্তর্গত বিজয়নগর ও ঢাসনা গ্রামের শতাধিক স্থানীয়রা।
বিক্ষোভকারীদের পক্ষে অভিজিৎ চক্রবর্তী, অপূর্ব মুখার্জি জানান, "দীর্ঘদিন ধরে বিজয়নগর ও ঢাসনা গ্রামে জলের সমস্যা রয়েছে। কিন্তু বিভিন্ন কলকারখানা ও এই আবাসন প্রকল্পের জন্য অনেক গভীর থেকে ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে গ্রামীণ কুয়ো, পুকুর ও টিউবয়েলের জল শুকিয়ে গেছে। অপরদিকে প্রশাসনের পক্ষ থেকে পি এইচ ই জল সরবরাহ করা হয় না"। দীর্ঘদিন ধরে তারা এই বিষয় নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু বারবার প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আবাসনে জল সরবরাহ করার আগেই এই দুটি গ্রামে প্রথমে জল সরবরাহ করা হবে। ভূগর্ভস্থ জলের সাহায্যে বিজয়নগরে পুনর্বাসন প্রকল্পের ইতিমধ্যে শতাধিক আবাসন তৈরি হয়ে গেছে। কিন্তু সেই আবাসনে জল সরবরাহ করা হলেও এখন পর্যন্ত এই দুটি গ্রামে কোনো ব্যবস্থা করেনি প্রশাসন। ভূগর্ভস্থ জল তুলে নেওয়ার ফলে দুটি গ্রামের প্রায় দুই হাজার পরিবার চরম জল কষ্টে ভুগছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু করবে স্থানীয়রা বলে জানান অভিজিত বাবু।
এই বিষয় নিয়ে জামুড়িয়ার বিডিও কৃশানু রায় জানান, বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করে ইতিমধ্যেই কর্তৃপক্ষ ও পিএইচপি দপ্তরে জানিয়েছেন। খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।