সুজিত গৌড়, হুগলি: হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত "দাদার অনুগামী"দের ব্যানার পুড়িয়ে দিলো স্থানীয় তৃণমূলের নেতা কর্মীরা বলে খবর। এমনিতেই এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তাল রাজনৈতিক। এরমধ্যেই এদিন সকালে কানাইপুর জুড়ে ছড়িয়েছিলো শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার। সেই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিলো স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।
যেখানে শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূল দল ছাড়েননি, তাকে এখনো দলের সম্পদ বলে আখ্যা দিয়েছে বিধায়ক প্রবীর ঘোষাল সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব, সেখানে কানাইপুরে ছড়িয়ে যাওয়া ব্যানারের কারণে উঠছে নতুন প্রশ্ন। কানাইপুরের প্রাক্তন তৃণমূলের সভাপতি ভবেশ ঘোষ জানিয়েছেন, "কানাইপুরে কোনো দাদার অনুগামী চলবেনা। শুধুই দিদির অনুগামী থাকবে"।