রাহুল পাসোয়ান, আসানসোল: হাতে গোনা কয়েকদিন বাকি। আর তারপর ডিসেম্বর মানে ছুটির আমেজ। আর পিকনিকের সময়ে মাইথন পর্যটন কেন্দ্রে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন সবুজ ও খোলা আকাশের নীচে অবসরযাপনের আনন্দ নিতে। এই পিকনিকের সময় আসতেই নৌকা চালকরা নৌকা মেরামত বা রঙ করে সুন্দরভাবে সাজানোর কাজ শুরু করে দেন। কারণ সারা বছরের মধ্যে এই ডিসেম্বর আর জানুয়ারি মাসেই তো তাদের জীবিকা অর্জনের অফুরন্ত সুযোগ।
এবার মহামারী বাধ সেধেছে সেই আনন্দে। এই বছর মাইথন পর্যটন কেন্দ্রে পিকনিক করতে বা ঘুরতে পর্যটকরা আসবে তো? সংসার চালানোর চিন্তায় এখন থেকেই এই প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এই নৌকা চালকদের।