রাহুল পাসোয়ান ও হরি ঘোষ: আসানসোলের বেশ কয়েকটি জায়গায় শনিবার হঠাৎই সিবিআই হানা দেয়।তল্লাশি চালায় সিবিআইয়ের দল। একই সাথে সিবিআই হানা দেয় কুলটি ইসিএল-এর হেড কোয়ার্টারে। সিএমডি কারিগরি সচিব নীলাদ্রি রায় এই সিবিআই তল্লাশির খবর স্বীকার করেন।
অন্যদিকে শ্রীপুর এরিয়া আবাসনে সিবিআই তল্লাশির সময়ে সিকিউরিটি ইন্সপেক্টর ধনঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ চালানোকালীন ধনঞ্জয় রায় অসুস্থ বোধ করেন। তাকে কাল্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তাররা। এছাড়াও ইসিএল-এর শ্রীপুরের এরিয়ার জেনারেল ম্যানেজারের গেস্ট হাউসে তল্লাশি চললো।