সুজিত গৌড়, হুগলি: গতকাল মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। এরপরই রাজনীতিতে এসেছে নতুন মোড়। পরিবহনসহ একাধিক দায়িত্ব থেকে পদত্যাগ করার পর থেকে গুঞ্জন শুরু হয়েছিল তারকেশ্বরে। গোষ্ঠী কোন্দল থাকলেও তৃণমূলের শক্ত ঘাঁটি তারকেশ্বর এবার "দাদার অনুগামী"-এর পোস্টারে ভরে গেল।
শনিবার সকালে পদ্মপুকুর, তারকেশ্বর বাস স্ট্যান্ড, চাউলপট্টীসহ গোটা শহরজুড়ে দেখা গেল "দাদার অনুগামী"-এর পোস্টার।