place Current Pin : 822114
Loading...


মহামারীর কোপ! পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এবার বন্ধ

location_on West Bengal access_time 28-Nov-20, 01:05 PM

👁 72 | toll 26



1 3.7 star
Public

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: ষোড়শ শতকের পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এই প্রথমবার বন্ধ থাকছে। ঐতিহ্যের রাস উৎসবকে ঘিরে এই বছর বসছে না কোনো মেলা। মহামারীকালে উৎসবের অন্যান্য অনুসঙ্গ ছাড়া শুধু প্রথা মেনে পালিত হবে পূর্ব মেদিনীপুর জেলার পঁচেটগড়ের বিখ্যাত রাসযাত্রা। পঁচেটগড় রাজবাড়ির রাস উৎসব এখন সর্বসাধারণের উৎসব। প্রতিবছর এই উৎসব উপলক্ষে মেলায় অন্যান্য এলাকা থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। রাস ময়দানে রাজবাড়ির মন্দিরের কুলদেবতা কিশোরাই জিউ বিরাজ করেন। তাঁকে ঘিরেই রাস উৎসবের শুভারম্ভ হয়। উৎসবকে ঘিরেই প্রতিবছর সাতদিন ধরে মেলা চলে। কিন্তু এবছর মহামারী আবহে তা হবে মাত্র দুই দিন ২৯ শে নভেম্বর ও ৩ রা ডিসেম্বর। শুধুমাত্র প্রথা মেনেই রাসমন্দিরে আসবেন কিশোরাই জিউ। গেটের বাইরে থেকে বাতাসা ভোগ দিতে পারবেন দর্শনার্থীরা। রাস উৎসবে অন্যান্য বছরের মতো এবার রাজবাড়ি ঘুরে দেখার সুযোগ পাবে না দর্শনার্থীরা। রাজবাড়ির অধিকাংশ সদস্যই এবছর আসতে পারছেন না।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play