নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে তৃণমূলের একাধিক পার্টি অফিস দখল করলো বিজেপি, এমনটাই অভিযোগ উঠলো। পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তাল খেজুরি।
শনিবার সকাল থেকে খেজুরির মিঞ্যামোড়ে তৃণমূলের পার্টি অফিস দখলের প্রতিবাদে পথ অবরোধ চলছে তৃণমূলের। বীর বন্দরের পাটনা, কন্ঠীবাড়ী, আলিচকসহ একাধিক তৃণমূল পার্টি অফিস দখল করেছে নাকি বিজেপি এমনই অভিযোগ। শুভেন্দু অধিকারী পদত্যাগ করার পর রাতারাতি খেজুরির বীর বন্দর এলাকায় মনবল ও শক্তি বৃদ্ধি করে বিজেপি বলে অভিযোগ। এরপরই নাকি তারা সুযোগ বুঝে দখল করে পার্টি অফিস, এমনটাই অভিযোগ জানাচ্ছে তৃণমূল।