অনন্যা পাণ্ডের মডেল বোন অলন্যা পান্ডে প্রায়শই বিদেশ থেকে প্রেমিকের সঙ্গে বোল্ড ছবি শেয়ার করেন। এবার বাথটবে উষ্ণতার পারদ চড়ালেন দম্পতি।
হালকা রঙের স্নানের পোশাকে তিনি প্রেমিকের সঙ্গে বাথটবের উপর গা ঘেঁষে বসে তুললেন ছবি। হাতে ওয়াইন। আবার তা শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। অলন্যার মা আবার মেয়ের ভবিষ্যতের জন্যে শুভেচ্ছা জানালেন।