place Current Pin : 822114
Loading...


বিরল ঘটনা! ডানদিকে রয়েছে হার্ট

location_on West Bengal access_time 27-Nov-20, 05:40 PM

👁 71 | toll 22



1 3.7 star
Public

রাহুল পাসোয়ান, আসানসোল: বিরল ঘটনার সাক্ষী কুমারপুরের জেরিনা খাতুন। ডাক্তারদের মতে মানুষের শরীরে হৃদয় ও লিভার বাম দিকে অবস্থান করে। জেরিনার ক্ষেত্রে সেই অঙ্গগুলি ডান দিকে অবস্থিত বলে দাবি জেরিনার। জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়েছিলেন বছর ৪০ এর জেরিনা। জেরিনার দাবি রিপোর্ট দেখে ডাক্তারবাবু জানান জেরিনার হৃদয় ও লিভার ডানদিকে রয়েছে। ভবিষ্যতে কোন সমস্যা হতে পারে এই ভেবে চিন্তায় রয়েছে পরিবারের সকলে। জেরিনার স্বামী দিনমজুরের কাজ করে। বর্তমানে এক কন্যা ও দুই পুত্র নিয়ে আসানসোল পুরনিগমের ৫৫ নম্বর ওয়ার্ডের কুমারপুরে থাকেন জেরিনা। স্বহৃদয় ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জেরিনা।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play