place Current Pin : 822114
Loading...


ভিকি নতুন বাড়ির অন্দরসজ্জার দায়িত্বে ক্যাট! শুটিংয়ের ফাঁকেই মাঝে মাঝে পৌঁছে যাচ্ছেন সেখানে

location_on Mumbai access_time 21-Nov-21, 01:25 PM

👁 90 | toll 45



1 2.0 star
Public

সদ্যই বিয়ে সেরেছেন বলিউডের তারকা যুগল রাজকুমার রাও এবং পত্রলেখা। এদিকে বিয়ে আসন্ন আরও এক সেলিব্রিটি জুটির। বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে, ডিসেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, রাজস্থানের সিক্স সেন্স ফোর্ট বাওরা-র বিলাসবহুল রিসর্টেই চার হাত এক হতে চলেছে। নিজেরা এই খবরের সত্যতা স্বীকার না করলেও এখনও পর্যন্ত ভিকি বা ক্যাটের টিমের তরফে অস্বীকারও করা হয়নি কোনও গুঞ্জন। জল্পনায় সিলমোহর পড়ছে, যখন জানা যাচ্ছে ভিকির নতুন অ্যাপার্টমেন্ট সাজানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ক্যাটরিনা। মুম্বইয়ের জুহুতে একটি বহুতলের সমগ্র আটতলা জুড়ে রয়েছে ভিকির নতুন অ্যাপার্টমেন্ট। শোনা যাচ্ছে, ডিসেম্বরে বিয়ে সেরে সেখানেই থাকবেন যুগল। আর সেই কারণেই নতুন ফ্ল্যাট স্বহস্তে সাজাচ্ছেন এই বলি-সুন্দরী। ফ্ল্যাটের ইন্টিরিয়র ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আর শুটিংয়ের ফাঁকে সেই অন্দরসজ্জার কাজও নিজেই দেখে আসছেন অভিনেত্রী। কাজ ঠিকঠাক এগোচ্ছে কিনা, তা দেখতে নাকি মাঝে মধ্যেই প্রেমিকার সঙ্গে ফ্ল্যাটে পৌঁছে যাচ্ছেন ভিকিও।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play