একের পর এক সুখবর দিয়েই চলেছেন বলি নায়িকা প্রীতি জিন্টা। সদ্যই মা হয়েছেন। সারোগেসির মাধ্যমে একই সঙ্গে যমজ সন্তানের মা বাবা হয়েছেন প্রীতি ও তাঁর স্বামী জেন গুডএনাফ। সোশ্যাল মিডিয়ায় একপ্রকার আচমকাই দুই সন্তান জয় ও জিয়ার আগমন বার্তা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।
এই ঘটনার পরেই আরও এক সুখবর দিলেন নায়িকা। জানা গেল, অবশেষে আবার অভিনয়ে ফিরতে চলেছেন মিষ্টি চেহারার এই নায়িকা। বলিউডে কামব্যাক করছেন নায়িকা। ছবির শুটিং শুরু হবে নতুন বছরে। পরিচালক দানিশ রেনজুরের নতুন ছবির মাধ্যমেই বলিউডে কামব্যাক করছেন প্রীতি। মা ও মেয়ের সম্পর্ক নিয়ে তৈরি হতে চলেছে ছবি। এই ছবিতে এক কাশ্মীরি মহিলার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রীতিকে। ছবির শুটিং হবে কাশ্মীরেই। তবে প্রীতি ছাড়া ছবিতে আর কাকে দেখা যাবে, সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি কিছু।
১৯৯৮ সালে মণিরত্নমের 'দিল সে' ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ প্রীতির। প্রথম ছবি থেকেই আপামর ভারতীয় পুরুষ হৃদয়ে ঝড় তোলে প্রীতির গালের টোল। 'দিল চাহতা হ্যায়', 'কেয়া কেহনা', 'সোলজার' ইত্যাদি একের পর এক ছবিতে অভিনয় করে তুমুল সাফল্য পান প্রীতি। কিন্তু একটা সময় হঠাৎ করেই অভিনয় জগৎ থেকে একেবারে হারিয়ে যান এই নায়িকা। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। বিয়ের পর সেখানেই সংসার পাতেন প্রীতি। তারপর মুম্বই ফিরলেও তা অভিনয়ের জন্য নয়, বরং আইপিএলে ক্রিকেট দল কিনে খেলার জগতে আত্মপ্রকাশ করেন প্রীতি। বিয়ের পর দু'-একটি ছবিতে অভিনয় করলেও সেগুলি তেমন নজর কাড়েনি। নতুন ছবিতে প্রীতিকে দেখার জন্য এখন মুখিয়ে ভক্তকূল।