place Current Pin : 822114
Loading...


প্রয়াত প্রেমিককে ভুলে নতুন জীবনে পা দিতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে! বিয়ের আয়োজনের ইঙ্গিত

location_on Mumbai access_time 10-Nov-21, 03:45 PM

👁 115 | toll 63



1 -4.0 star
Public

প্রাক্তন প্রেম যখন এতটা গভীর তখন তা কি আর ভোলা যায়? তবুও প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের চলে যাওয়ার পর সেই অধ্যায়কে ভুলে এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। তাঁর সঙ্গে তাঁর বর্তমান প্রেমিক ভিকি জৈনের বিয়ের খবর বহুদিন ধরেই বাতাসে ভাসছিলো। এবার শোনা যাচ্ছে যে ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। বিয়ের দিন কবে নির্ধারিত হয়েছে তা নিয়েও নাকি জল্পনা শুরু হয়েছে। বিয়ের আয়োজনের এক ঝলক শেয়ার করেছেন নায়িকা তাঁর সোশ্যাল মিডিয়ায়। তবে তা আদৌ তাঁর নিজের বিয়ের কিনা তা এখনও জানা যায়নি। এর পাশাপাশি প্রেমিকের হাত ধরে তিনি একটি ছবিও পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। ছবিটি শেয়ার করে অঙ্কিতা লিখেছেন যে 'জীবনে সবথেকে ভালো এবং একমাত্র ভালো বিষয়টি হলো একে অপরকে ধরে থাকা'। হবু কনের বিয়ের কয়েক জোড়া রঙিন জুতোর ছবিও পোস্ট করেছেন তিনি যার মধ্যে একটি জুতোর উপরে পরিষ্কারভাবে লেখা রয়েছে 'ব্রাইড টু বি'। গুঞ্জন এও শোনা যাচ্ছে যে বিয়ের দিন নির্ধারণের পাশাপাশি নিকট আত্মীয় এবং বন্ধু-বান্ধবদের বিয়ের নিমন্ত্রণপত্রও পাঠিয়ে দেওয়া শুরু হয়েছে। সম্প্রতি অঙ্কিতার সহকর্মী এবং অভিনেতা শাহির শেখ শেয়ার করেছেন যে নায়িকা বিয়ে করতে চলেছেন। এমনকি শোনা যাচ্ছে যে মুম্বইতেই বিয়ে হবে তাঁর। প্রসঙ্গত, একই সিরিয়ালে কাজ করার সূত্রে প্রেম এবং এক সুদীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সুশান্ত এবং অঙ্কিতা যা নিয়ে সেই সময়ে বলিপাড়ায় শোরগোল পড়ে গিয়েছিল। এরপর সুশান্তের আকস্মিক মৃত্যুতে শোকাহত অঙ্কিতাকে দেখা গিয়েছে সুশান্তের পরিবারের পাশে থাকতে। শুধু অঙ্কিতা নন, তাঁর প্রেমিকও মানবিকতার খাতিরে সেই সময়ে পাশে ছিলেন যা মন জিতে নেয় নেটিজেনদের। এরপর সেই কঠিন অধ্যায় ভুলে ধীরে ধীরে জীবনে এগিয়ে গিয়েছেন অঙ্কিতা।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play