place Current Pin : 822114
Loading...


শুভশ্রীর জন্মদিনে হাতে হাত রেখে অদেখা ছবি পোস্ট রাজের

location_on Kolkata access_time 07-Nov-21, 12:17 PM

👁 129 | toll 73



1 -4.0 star
Public

কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটাতে দেখা গিয়েছিল জুটিকে। সেসব ছবিও নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেছিলেন যুগলে। তবে সেসব ছবি বাদ দিয়ে স্ত্রীর জন্মদিনে অদেখা ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বিধায়ক-চিত্রপরিচালক রাজ চক্রবর্তী। সেই ছবিতে আজীবন হাতে হাত রেখে চলার বার্তা স্পষ্ট। আজ বুধবার জন্মদিন রুপোলি পর্দার জনপ্রিয় নায়িকা রাজ-ঘরণী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সামাজিক মাধ্যমে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, তবে অভিনেত্রীর জন্মদিনে 'বিশেষ' শুভেচ্ছাবার্তা এলো স্বামী রাজের কাছ থেকেই। স্ত্রীকে জন্মদিনে উইশ করার জন্য মালদ্বীপে কাটানো রোম্যান্টিক মুহূর্তের একটি ছবি বেছে নিলেন রাজ। লাইম-গ্রিন হাই স্লিট গাউমে রাজের হাত ধরে খালি পায়ে ছুটছেন শুভশ্রী, চোখেমুখে অন্তত খুশির বাঁধন ভাঙা হাসি। প্রেমময় সেই যুগল ছবি পোস্ট করে শুভশ্রীকে উইশ করেছেন রাজ, 'শুভ জন্মদিন আমার ভালোবাসা।' বুধবার জন্মদিন হলেও মঙ্গলবার থেকেই শুরু হয়ে গেছে নায়িকার জন্মদিন উদযাপন। ম্যানেজার, হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট সহ পুরো টিমের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। জন্মদিনের সন্ধ্যায় কী প্ল্যান? বিশেষ কোনও প্ল্যান নেই, তবে পরিবারের সকলকে নিয়ে হাউজ পার্টি হতে পারে বলে জানিয়েছেন নায়িকা। টলিউডের অন্যতম চর্চিত প্রেম এবং বিয়ের মধ্যে অন্যতম রাজ-শুভশ্রীর প্রেম। ২০১৯ সালের মার্চ মাসে তাঁদের রেজিস্ট্রি বিয়ের খবরে কার্যত হতবাক হয়ে যান ইন্ডাস্ট্রির মানুষ সহ ভক্তরাও। আইনি বিয়ের দু' মাস পর বাওয়ালির রাজবাড়িতে রাজকীয় আয়োজনে বিয়ে সারেন এই দম্পতি। তারপর রাজ-শুভশ্রীর কোল আলো করে আসে পুত্রসন্তান ইউভান। এখন স্বামী-পুত্র নিয়ে সুখের সংসার নায়িকার।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play