ছোটপর্দার অন্যতম জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু। রিল লাইফের মোদক বাড়ির মতো রিয়েল লাইফেও দর্শকদের অকুন্ঠ ভালোবাসা পেয়েছেন সৌমিতৃষা। তাই গোড়ালিতে চোট পেয়েও 'মিঠাই'কে শুটিং করতে দেখে উদ্বিগ্ন দর্শকমহল।
আসলে হয়েছে কী, পায়ে অ্যাঙ্কলেট পরা অবস্থাতেই মহালয়ার অনুষ্ঠানে নাচ করেছেন পর্দার মিঠাই। পর্দার পিছনে সেই শুটেরই একটি ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মিঠাই। আর তাই দেখেই চিন্তায় সৌমিতৃষার ভক্তকুল।
কিন্তু কীভাবে চোট পেলেন অভিনেত্রী? জানা গেছে, মহালয়ার শুটিং এর রিহার্সাল চলাকালীনই পড়ে যান সৌমিতৃষা। চোট পেয়ে সঙ্গে সঙ্গে ফুলে যায় পা। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করিয়ে জানা যায়, লিগামেন্টে চাপ পড়েই ফুলে গেছে পা।
অ্যাঙ্কলেট পরে টানা বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। তবে শুটিং ছেড়ে বিশ্রাম নিতে রাজি হননি অভিনেত্রী। বরং ওই অবস্থাতেই চালিয়ে গেছেন শুটিং, করেছেন নাচও।
আগেও জ্বর নিয়ে শুটিং করেছেন কাজপাগল এই অভিনেত্রী। তবে এবারে চিকিৎসকের পরামর্শ অগ্রাহ্য করায় বেড়েছে পায়ের ব্যথা। এখন অনেকেই তাঁকে কাজ থেকে কয়েকদিনের বিরতি নিয়ে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেও সেসব কথা সৌমিতৃষা কানে তোলেন কিনা, তা-ই এখন দেখার।