place Current Pin : 822114
Loading...


Big buzz! ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ!

location_on Mumbai access_time 27-Oct-21, 01:45 PM

👁 95 | toll 66



1 2.0 star
Public

চলতি বছরের অগস্ট মাসে গুঞ্জন রটে যে বলিউডের অন্যতম চর্চিত সেলেব ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বাগদান সেরে ফেলেছেন। যদিও তাঁরা এই খবরে বিশেষ পাত্তা দেননি। কিন্তু মঙ্গলবার সারা ইন্টারনেট জুড়ে তাঁদের বিয়ের খবর তোলপাড় সৃষ্টি করে। শোনা গিয়েছে যে হাতে রয়েছে আর মাত্র দুই মাস। ঠিক তারপরেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন এই যুগল। এক বিখ্যাত টক শোয়ে ভিকি নিজেই স্বীকার করেন যে তিনি নাকি এই নায়িকার ডাই হার্ট ফ্যান। ক্যাটরিনাও বলেছিলেন যে তাঁদের এই জুটিকে তিনি নিজেও পছন্দ করেন। তাঁদের বিয়ের প্রস্তুতির খবরের পাশাপাশি বিয়ের পোশাক ডিজাইনের খবরও এখন নেটিজেনদের মধ্যে চর্চার ঝড় তুলেছে। তাহলে কি শেষমেশ নিজের ফ্যানবয়ের সঙ্গে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ক্যাট?




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play