নতুন কুইজ রিয়ালিটি শো 'দ্য বিগ পিকচারের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন রণবীর সিং। আর শোয়ের মঞ্চেই এমন একটি কাজ করলেন রণবীর, যাতে আবারও একবার ভক্তদের মন জিতে নিলেন তিনি।
বরাবরই তিনি বাকিদের থেকে আলাদা। পোশাকে অভিনবত্ব থেকে অনন্য ফ্যাশন সেন্স, কিংবা সেন্স অফ হিউমার, সবেতেই বি-টাউনের বাকিদের তুলনায় তিনি 'জরা হটকে!' এবার স্ত্রী দীপিকা পাডুকোনের জন্য করওয়া চৌথের ব্রত পালন করে আবারও রণবীর প্রমাণ করলেন, তিনি আলাদা। শুধু ব্রত পালনই নয়, মেহেন্দির রঙে রাঙিয়েছেন হাত, স্ত্রী দীপিকার নামের প্রথম অক্ষর 'D' লিখিয়েছেন নিজের হাতে।
বিগ পিকচারের প্রোমোতে দেখা গেল এই ঘটনা। বিগ পিকচারের করওয়া চৌথ স্পেশাল পর্বে শোয়ের মঞ্চে হাজির হয়েছিলেন ছোটপর্দার দুই 'বউ' প্রিয়াঙ্কা চৌধুরী ও নিমরত কৌর আলুওয়ালিয়া। প্রিয়াঙ্কা আর নিমরতের অনুরোধে রণবীর যে শুধু হাতে মেহেন্দি দিয়ে রং লেখালেন তাই নয়, ক্যামেরায় দর্শকদের উদ্দেশ্যে গর্ব করে তা দেখালেনও। আর তারপর তাঁর 'D' এর উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিসও। জানালেন, দীপিকার জন্য উপোসও রেখেছেন তিনি।
করওয়া চৌথে সাধারণত স্বামীর মঙ্গলের উদ্দেশ্যে ব্রত পালন করেন স্ত্রীরা। এর আগে প্রচলিত নিয়ম ভেঙে স্ত্রী তাহিরার জন্য করওয়া চৌথ পালন করেছিলেন আয়ুষ্মান খুরানা। এবার সেই ভূমিকায় দেখা গেল পর্দার বাজিরাওকে।