মোহাব্বতে ছবির সমীরকে নিশ্চই মনে আছে? উদয় চোপড়া, জিম্মি শেরগিলের পাশাপাশি সমীরের চরিত্রে নজর কেড়েছিলেন চকোলেট বয় যুগল হংসরাজ। বলিউডে একগুচ্ছ ছবিতে অভিনয় করলেও মোহাব্বতে ছাড়া তাঁর অভিনীত অন্য ছবির কথা মনে রেখেছেন এখনও, এমন দর্শক হাতেগোনা।
কিন্তু কেন যশ চোপড়া, মহেশ ভাটের মতো নামীদামী পরিচালকের সঙ্গে কাজ করার পরেও ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে ব্যর্থ হলেন যুগল?
'মাসুম' ছবিতে শিশুশিল্পী হিসাবে বলিউডে আত্মপ্রকাশ যুগলের। বড় হওয়ার পর প্রথম ছবি ১৯৯৪ সালে 'আ গলে লগ যা।' ছবিটি বক্স অফিসে একেবারেই সুবিধা করতে পারেনি। বড়পর্দায় যুগলকে সাফল্য এনে দেয় 'মোহাব্বতে' ছবিটি। মোহাব্বতের মতো সুপারহিট ছবিতে অভিনয়ের পর একের পর এক ছবির অফার আসতে থাকে যুগলের কাছে। সেই সময় কিছু না ভেবেই ২১ টি ছবিতে সই করেছিলেন যুগল, যার মধ্যে মুক্তি পেয়েছিল মাত্র ৮ টি ছবি। যার মধ্যে বেশিরভাগই ফ্লপ হয়েছিল। এছাড়া মোহাব্বতের দুর্দান্ত সাফল্যের পর বেশ কিছু ছবিতে ছোটখাটো পার্শ্ব চরিত্র এবং ক্যামিও রোলে অভিনয় করেছিলেন যুগল, যা নায়ক হিসাবে তাঁর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছিল বলেই মনে করা হয়।
আসলে বলিউডে কোনও গডফাদার ছিল না যুগলের। তাই বলিউডের প্রথম সারির চিত্রপরিচালকরা তাঁর বন্ধু হওয়া সত্ত্বেও ব্যর্থ তারকা হয়েই রয়ে গেলেন যুগল।