place Current Pin : 822114
Loading...


কারওর থেকে হীরে উপহার নেন না সুস্মিতা সেন! জানেন কেন?

location_on Mumbai access_time 19-Oct-21, 05:25 PM

👁 105 | toll 69



1 2.0 star
Public

নায়িকাদের অনামিকায় হীরের আংটি মানেই ধরে নেওয়া হয় এনগেজমেন্ট সম্পন্ন। সাত পাকে বাঁধা পড়ার আগের ধাপ হিসাবে বাগদত্তের থেকে বেশিরভাগ নায়িকাই উপহার হিসেবে হীরের আংটি পেয়ে থাকেন। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের আঙুলে সম্প্রতি দেখা গিয়েছিল হীরের আংটি। তারপর থেকেই গুজব রটেছিল, বয়ফ্রেন্ড রোহমান শলের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন নায়িকা। তবে সে গুজবে ইতি পড়েছিল, যখন এই বঙ্গতনয়া নিজেই এনগেজমেন্টের খবর ভুয়ো বলে উড়িয়ে দেন। শুধু তাই নয়, তিনি জানান, প্রেমিক হোক বা অন্য কেউ, কাউকেই তিনি তাঁকে হীরে কিনে দেওয়ার অনুমতি দেন না। কিন্তু হঠাৎ এমন কঠিন পণ কেন? তার উত্তরও নিজেই দিয়েছেন নায়িকা। জানিয়েছেন, নিজের জন্য হীরের আংটি নিজেই কিনতে ভালোবাসেন তিনি। নিজের জন্য বহুমূল্য হীরের গয়না কেনার ক্ষমতা রয়েছে তাঁর, জানিয়েছেন তিনি। বলিউডের স্বাধীনচেতা নায়িকাদের মধ্যে অন্যতম বলেই পরিচিত সুস্মিতা। বরাবরই তাঁর মুখে শোনা গেছে ওম্যান এমপাওয়ারমেন্টের কথা। আংটি প্রসঙ্গে প্রশ্ন করা হলে বাগদানের গুজব উড়িয়ে সুস্মিতার সপাট জবাব, 'এই আংটিটা নিজেকে এবং বাকি সকলকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য পরেছি, যে, হীরে পরার জন্য আমার কোনও পুরুষের প্রয়োজন নেই। আমি নিজেই তা কিনতে পারি।' 'আমি আমার বন্ধুদের আমাকে হীরে কিনে দিতে দিই না। আমি নিজে কিনি, আমি নিজে উপহার দিতে ভালোবাসি,' জানিয়েছেন সুস্মিতা। এ বিষয়ে কথা বলতে গিয়ে আরও আত্মপ্রত্যয়ী সুস্মিতা। 'মাপ গুরুত্বপূর্ণ, যাতে আপনি পুরুষদের জানাতে এবং দেখাতে পারেন যে হয় তাঁকে আপনার পছন্দের হীরের মাপের সঙ্গে মানিয়ে নিতে হবে, অথবা আপনার হৃদয়ের মাপের সঙ্গে। আমার হৃদয় তো কঠিন, তাই হীরে নিয়ে ভাবুন এবং আরও বড় হীরে নিয়ে আসুন। নিজের জন্য মাপকাঠি তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ,' খানিক অহং-এর ছোঁয়া সুস্মিতার গলায়।




Post News & Earn


गूगल प्ले से डाउनलोड करने के लिए यहाँ क्लिक करें। Get it on Google Play