কাজের সূত্রে মুম্বইয়ের বাসিন্দা হলেও তিনি নিজের বাঙালিয়ানা ভুলে যাননি। পুজোর এই কটা দিন একেবারে ষোলোআনা বাঙালি লুকেই বরাবর নিজের সাজের চমক দিয়েছেন অভিনেত্রী মৌনী রয়। এবার আবার গোল্ডেন শাড়িতে সিম্পল এবং স্টানিং লুক তৈরি করলেন নায়িকা।
উত্তর মুম্বইয়ে অবস্থিত কাজল এবং রানি মুখোপাধ্যায়ের বাড়ির পুজোয় যান মৌনী। একে অষ্টমী তাতে আবার এমন হাই প্রোফাইল পুজো। তাই সেখানে নিজেকে স্বতন্ত্রভাবে তুলে ধরার ম্যাজিক জানেন এই বঙ্গ তনয়া। এই দিনটিতে যে কোনও বাঙালি মহিলাই শাড়ি পরতে ভোলেন না। গোল্ডেন শাড়ির সঙ্গে গোল্ডেন ব্লাউজ। আবার সেই শাড়ির সঙ্গে সাযুজ্য রেখে গয়নাও বেছেছেন নায়িকা। একটি কুন্দনের চোকার এবং সেই সঙ্গে একটি লম্বা সীতাহার। কানে আবার বড়ো ঝুমকা। দুই হাতে তিনি পরেছেন কুন্দনের চুড়ি। সুন্দর করে একটি অগোছালো খোঁপা বাঁধা। চোখে ছিল তাঁর ব্ল্যাক বোল্ড কাজল এবং ঠোঁটে ন্যুড ব্রাউন লিপস্টিক। ব্যাস এই সাজেই আভিজাত্যের যে ছোঁয়া দিলেন নায়িকা তা থেকে আর চোখ সরাতে পারেনি পাপারাজ্জিও। দেবীকে প্রণাম করলেন ও পরিবারের বেশ কিছু পরিচিত সদস্যের সঙ্গে কথাও বললেন। মণ্ডপে অভিনেত্রী কাজলকে দেখতে পেয়েই তাঁকে জড়িয়ে ধরলেন নায়িকা। অষ্টমীতে বেশ কিছুটা সময় কাটালেন মৌনী এই মণ্ডপে এসে।
মৌনীর এই সাজ হতে পারে আপনার পরের পুজোর কোনো এক দিনের ঝলমলে সাজের অনুপ্রেরণা।